খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা সড়ক অবরোধ করছে। অবরোধ ও সহিংসতায় তিনজন নিহত এবং পুলিশ, সেনা ও স্থানীয়দের মিলিয়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্তঃসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে সদর উপজেলা এলাকায় পিকেটারদের সঙ্গে স্থানীয় বাঙ্গালী যুবকদের সংঘর্ষ বাধে, যা মহাজন পাড়া ও স্বনির্ভর বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই সময় বেশ কিছু দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।
ঘটনার পর জেলা প্রশাসন, পৌরসভা ও সদর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রবিবার গুইমারা খাদ্য গুদাম এলাকায় পিকেটার, স্থানীয় বাঙ্গালী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হন এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে সদর হাসপাতালে আনা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।