খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় জারি করা ১৪৪ ধারা আটদিন পর রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে প্রত্যাহার করা হবে। একই সময়ে গুইমারাতেও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাত ৯টায় এ তথ্য জানানো হয়। গুইমারার ১৪৪ ধারা প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান-মালের ক্ষতি রোধে গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ‘জুম্ম ছাত্র-জনতা’ শনিবার সকালে ৫ অক্টোবর বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি প্রত্যাহার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।