বিনোদন ডেস্ক: আজকাল সমাজে ভালোবাসা বলতে ধর্ম, বর্ণ, চেহেরা, অর্থ সম্পতি এগুলির ওপরই নির্ভর করে। তবে মাঝে মধ্যে ভালোবাসা হেরে যায় এসব তুচ্ছ বাধাগুলির সামনে। আর এইসব বিষয়গুলিকে তুচ্ছ প্রমাণ করতেই বড় পর্দায় আসছে একটি নতুন সিনেমা যার নাম “কুলপি”। এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারকে।
কুলপি সিনেমাটি সমাজের স্টিরিওটাইপ চিন্তাভাবনাকে দূর করতে তৈরি করা হয়েছে। যেখানে পায়েলের স্বামী একজন বামন। মূলত বডি শেমিং এর প্রতি প্রতিবাদ করেই সিনেমাটি বানানো হচ্ছে। ভালোবাসা যে শুধু লুকের ওপর নির্ভর করেনা, তা এই সিনেমাটির মধ্য দিয়ে সমাজকে একটি বার্তা প্রদান করতে চায়েছেন তারা।

পায়েল একটি তার বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তার ক্যাপশনে লিখেছেন “যদি এভাবে ভালোবাসা ভালোবেসে যায়, তবে ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি সার্থক” । ছবিটিতে দেখা যাচ্ছে পায়েলের কোলেয়উঠেছেন তার বামন স্বামী প্রত্যয় ঘোষ । প্রত্যয় ঘোষ বাস্তব জীবনে একজন বামন। এটি তার প্রথম সিনেমা।
গত বছর এই সিনেমার পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায় পায়েলের লুক শেয়ার করে বলেছিলেন “ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে কুলপি হাত ধরে এগিয়ে নিয়ে যায় ভালবাসার দৃষ্টান্ত তৈরিতে”।
View this post on Instagram
সবাই এই ক্যাপশন ও গল্পটিকে পছন্দ করেছিলেন। সেই সময় পায়েল জানিয়ে দিয়েছিলেন ২০২২ এ মুক্তি পাবে এই সিনেমা। দর্শকেরা তখন থেকেই ভালোবাসা দিয়েছিল মুভিটিকে। আর তাই এই মুভিটির রিলিজের জন্য অপেক্ষা করছেন সকলেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



