জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গজিমারা এলাকায় গ্রামবাসীদের পাতানো বাঁশের ফাঁদে আটক হয়েছে একটি বড় মেছোবাঘ। পরে এলাকাবাসী এটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন থেকে মেছোবাঘটি গ্রামে হানা দিয়ে স্থানীয়দের হাঁস মোরগ, ছাগলসহ গবাদি পশু ধরে নিয়ে যেতো।
মঙ্গলবার রাতে এলাকাবাসী বাঁশের তৈরী বিশেষ খাঁচায় হাঁস-মুরগ ছেড়ে দিয়ে ফাঁদ পেতে রাখেন। গভীর রাতে বাঘটি হাঁস মোরগ খেতে এসে ফাঁদে আটকা পরে। বুধবার সকালে এলাকাবাসী বাঘটি আটক করে লোহার খাচায় বন্দি করে রাখে। খাঁচায় মেছো বাঘটি আটকের খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন দেখতে ভিড় করেন।
খবর পেয়ে আজ বুধবার সকালে বর্ষিজুরা ফরেস্ট বিটের কর্মকর্তারা বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন।
বনবিভাগ জানায়, বাঘটি ৩ ফুট লম্বা। তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনাঞ্চলে বাঘটি ছেড়ে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।