বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে স্বাভাবিক বলা যায় না। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। গতকাল শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বটতলা মাঠে থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী। খালেদা জিয়া ছিলেন একজন রীব উত্তমের স্ত্রী। তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপসহীন। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন এবং শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি জনগণের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। তিনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


