বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিকৃত ছবি ও ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচার করছে কিছু অসাধু মহল, এমন অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।
সোমবার (১ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি এসব ভুয়া কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, “এমন ভিত্তিহীন, মনগড়া ও প্রযুক্তিনির্ভর অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিএনপির মিডিয়া সেল মনে করে, এ ধরনের ভুয়া কনটেন্ট রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনমনে ভুল ধারণা ছড়ায়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব বাড়ানোর ওপরও জোর দিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



