জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দলের প্রধানের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি।
রাত ৯টার দিকে তিনি বাসভবন থেকে বেরিয়ে যান।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।
উল্লেখ্য, তিন মাস ১৭ দিন কারাভোগ করে গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হোন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।