
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে, আর তিনি অসুস্থ হলে বাংলাদেশ কাঁদে।”
রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মধ্য লুধুয়া এলাকায় ফতেপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, “আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রয়োজনে মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, “ধানের শীষ আঠারো কোটি মানুষের আবেগ ও ভালোবাসা। ধানের শীষ বিজয়ী হলে সাধারণ মানুষই বিজয়ী হবে।”
উপজেলা বিএনপির সদস্য বোরহান দেওয়ানের সভাপতিত্বে ও মনজুর দেওয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম। ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ফরহাদ হোসেন ও মহন মিয়ার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন সহ শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



