জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী বেগম খালেদা জিয়ার শিরায় যে ব্যাথা রয়েছে তার চিকিৎসা দেশেই সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দেয়া স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়ার শিরায় যে ব্যাথা রয়েছে তার চিকিৎসা দেশেই সম্ভব বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়ার জামিন শুনানিতে তার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
আদালতে মেডিক্যাল রিপোর্ট তুলে ধরার সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তিনি ৫ মিলিগ্রামের বেশি ওষুধ নিতে চান না।’ তবে, এর আগে শুনানিতে উত্থাপন করা প্রতিবেদনকে ভুয়া বলে উল্লেখ করেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে সকাল ১০টার দিকে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। এ সময়, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউ’র প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর সাড়ে ১০টার দিকে পুনরায় জামিন আবেদনের শুনানি শুরু হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.