বরগুনায় পুলিশের কথিত ব*ন্দুকযু*দ্ধে নয়ন বন্ড নি*হত হওয়ার খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করেছেন। এমনকি তাকে নিজের গ্রাম পটুয়াখালীর দশমিনায় দা*ফনেও করতে দেওয়নি এলাকাবাসী। বাধ্য হয়ে তার এক মামা নয়নকে দাফন করে বরগুনা সদর উপজেলার সোনারবাংলা গ্রামে।
নয়ন ভন্ড বরগুনা সরকারি কলেজের পিছনে নতুন বাড়ি করে মায়ের সঙ্গে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পলাতক তার মা। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এলাকাবাসীও এখন ভন্ডের মাকে নানা কারণে দোষারোপ করছে।
এদিকে দাফনের বিষয়ে নয়নের মামা মিজানুর রহমান ভাগিনার অ*পকর্মের কথা স্বীকার করে বলেন, আমরা শুনেছি নয়নের লাশ দাফন করতে দেবে না। তাই কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে নয়নের নানাবাড়ি মানে আমার বাড়িতে নিয়ে এসেছি।
তিনি বলেন, নয়ন যে কাজ করেছে সেটি নিঃসন্দেহে একটি জ*ঘন্য কাজ। যেভাবেই হোক সে মারা গেছে; আমরা ওর লা*শ দাফন দিয়েছি। এখন আল্লাহ ওর যা বিচার তা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।