
Advertisement
বিনোদন ডেস্ক : একমাথা চুল। নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিশুটি। কে বলবে, এই শিশুই বড় হয়ে বর্তমানে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন।
শুক্রবার (১৯ মার্চ) নিজের ফেলে আসা ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত। যিনি আবার বর্তমানে বলিউডে ‘ড্রামা কুইন’ বলেও পরিচিত।
ছবি পোস্ট করে ক্যাপশনে রাখি লিখেছেন ‘ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি জীবনে বহু উত্থান-পতন দেখেছি। আমি খুব খুশি। আমার ছবিতে কমেন্ট করুন’।
সম্প্রতি, রাখির মা ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে বিগ বস-১৪ থেরে বের হয়ে যান রাখি। তার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ান সালমান খান।
শুধু শৈশব নয়, রাখি সাওয়ান্তের পোস্ট করা ছবি উঠে এসেছে, শৈশব, কৈশোর এবং যৌবন। সব মিলিয়ে ফেলে আসা জীবন ঘিরে নস্টালজিক বলিউডের ‘আইটেম ডান্সার’।
বিগ বস ১৪-এ থাকাকালীন ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কথা শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।