Views: 550

Coronavirus (করোনাভাইরাস) জাতীয়

খুব শিগগিরই কভিড ভ্যাকসিন পাবে বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন বাংলাদেশ খুব শিগগিরই পাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। শনিবার সন্ধ্যায় ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভ্যাকসিন পাওয়ার সময়সূচি নিয়ে কাজ চলছে ইঙ্গিত করে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি আগে গণমাধ্যম নয়, বাংলাদেশ সরকারকে জানাবেন।

ভ্যাকসিন বিষয়ে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) আশ্বাস দিয়েছেন, আমাদের ভ্যাকসিন সক্ষমতা সবার উপকারে কাজে লাগানো হবে। আমাদের প্রতিবেশিরা প্রথমে ভ্যাকসিন পাবে। সেক্ষেত্রেও বাংলাদেশ অগ্রাধিকার পাবে। তাই ওই আশ্বাস ইতিমধ্যে আছে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন পাঠানোর সুনির্দিষ্ট তারিখ আমরা আপনাদের সরকারকে প্রথমে জানাব।’

‘কবে নাগাদ ভ্যাকসিন আসছে? এক বা দুই সপ্তাহ?’—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সময়সূচি অবশ্যই আছে। সে অনুযায়ী আসবে। তবে সেটি গণমাধ্যমে বলার জন্য নয়। আপনাদের (বাংলাদেশের) সরকারের অগ্রাধিকার (ভ্যাকসিন) আছে। তাদের প্রস্তুতি নিতে হচ্ছে। সরকার (বাংলাদেশ) যখন বলবে সব প্রস্তুতি শেষ তখন আমরা ভ্যাকসিন পাঠাব।’


ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ জরুরি ভিত্তিতেই পাবে। ভারতে আজ শনিবার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বলেছি, ভ্যাকসিন পাওয়ার অধিকার সবারই আছে। আমাদের বন্ধু ও অংশীদাররা যেন দ্রুত পায় তা আমরা নিশ্চিত করব।’

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে কি না জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘হ্যাঁ, প্রক্রিয়া চলছে।’

সাংবাদিকরা এবার জানতে চান, কতগুলো?

জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এটি আমি সরকারকে প্রথমে বলব, গণমাধ্যমকে নয়। সরকারকে বলার পর বলব।’

‘প্রথমে ভারত, পরে বাংলাদেশ?’—জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘প্রায় একই সময়ে’।
ব্রাজিল ভ্যাকসিন নেওয়ার জন্য ভারতে ফ্লাইট পাঠিয়েছে। ব্রাজিল কি তবে বাংলাদেশের আগে ভ্যাকসিন পাচ্ছে?—এ প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, তিনি যতটুকু জানেন ব্রাজিলের ফ্লাইট এখনো (শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়) ভারতের পৌঁছায়নি।

অন্য দেশ আগে পাবে?—এ প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি এর উত্তর জানি না। আমি বাংলাদেশে হাইকমিশনার। অন্য কোথাও নয়। আমি বাংলাদেশের বিষয়ে জানি। বাংলাদেশ দ্রুতই পাবে।’

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবারের ব্রিফিংয়েও ভ্যাকসিন রপ্তানির বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বলেনি। ওই ব্রিফিংয়ে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়ায় ভারত ভ্যাকসিন রপ্তানির সিদ্ধান্ত নেবে এবং এতে কিছুটা সময় লাগবে। তবে বাংলাদেশ ২৫/২৬ জানুয়ারি ভ্যাকসিন পাওয়ার আশা করছে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে এসআইসহ তিনজন পুলিশ গ্রেপ্তার

Mohammad Al Amin

বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী

mdhmajor

জনগণের জন্য খাদ্য, বাসস্থান ও টিকার প্রাধান্য দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

mdhmajor

এমবিবিএস ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বেন ২৮ জন

Shamim Reza

মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: তথ্যমন্ত্রী

Saiful Islam

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

rony