জুমবাংলা ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেছেন, খুব শিগগিরই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছে। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ নিচ্ছি।
আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মো. মোরশেদ আলম খন্দকার এবং মো. আনোয়ার হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
মাত্র ২৪ দিনে সাড়ে ৩শ’ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করল এফএসআইবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।