বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বরফঢাকা পাহাড়ে উঠতে সাইবারট্রাকের সম্প্রতি সমস্যা হলেও খুব শীগগিরই ট্রাকটি পানিতে চালানোর সুবিধা মিলবে –এমনই দাবি কোম্পানির সিইও ইলন মাস্কের।
“আমরা সাইবারট্রাকের জন্য এমন এক ‘মড প্যাকেজ’ বানিয়েছি, যার মাধ্যমে একে পানিতে অন্তত একশ মিটার পর্যন্ত নৌকার মতো চালানো যাবে।” –সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন মাস্ক।
“এর জন্য কেবল এর দরজার এয়ারটাইট ব্যবস্থা আপগ্রেড করতে হবে।”
এক এক্স ব্যবহারকারীর পোস্টের জবাব দিতে গিয়ে ট্রাকে এ নতুন সুবিধা আনার বিষয়টি প্রকাশ করেন মাস্ক।
সয়ার মেরিট নামে ওই ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সাইবারট্রাক নিয়ে আলোচনা হয় মার্কিন টিভি উপস্থাপক জে লেনো’র অনুষ্ঠানের সর্বশেষ পর্বে। ওই ভিডিও’তে টেসলার যান প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট লার্স মরাভি বলেন, সাইবারট্রাককে একটি নৌকায় রূপান্তর ঘটানো সম্ভব।
“ইলন একে নৌকাই বানাতে চেয়েছিল। বলাই চলে যে, এটি পানিতে ভাসে। তবে, ট্রাকটিকে ভাসমান রাখতে এতে সম্ভবত কিছুটা অতিরিক্ত প্লবতা যোগ করতে হবে।” –লেনোকে বলেন মরাভি।
“আর যদি সৃজনশীল হন, এতে কীভাবে স্পিডবোটের মোটর লাগাতে হবে, তা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। নৌকার সকেটে প্লাগ লাগান, এবং তারপর নৌকা চালানোর মজা উপভোগ করুন।”
২০১৯ সালে প্রথম সাইবারট্রাকের প্রথম ঘোষণা দেন মাস্ক। তবে, ট্রাকটির সরবরাহ শুরু হয়েছে এ বছরের নভেম্বর থেকে। এ ছাড়া, ট্রাকের কৌণিক নকশা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটি খুবই পছন্দ করছেন, আবার অনেককে উপহাস করতেও দেখা গেছে ট্রাকটি নিয়ে।
এদিকে, অক্টোবরে টেসলার সর্বশেষ বার্ষিক আয়ের হিসাবে ট্রাকটি সম্পর্কে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে দেখা গেছে মাস্ককে।
“সাইবারট্রাক নিয়ে কাজ করে আমরা নিজেদের কবর নিজেরাই খুড়েছি।” –সে সময় বলেন মাস্ক।
“এমন বিশেষ পণ্য, যেগুলো দীর্ঘ সময় পরপর একবারই আসে, সেগুলোকে বাজারে এনে লাভজনক ব্যবসায় রূপান্তর করা খুবই জটিল।”
এ প্রসঙ্গে সংবাদ সাইট বিজনেস ইনসাইডার মাস্কের মুখপাত্রদের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।