স্পোর্টস ডেস্ক : নবম বাংলাদেশ গেমসে ‘এ’ গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে ময়মনসিংহ নারী ফুটবল দল। খুলনা জেলাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ময়মনসিংহের নারী ফুটবলাররা।
Advertisement
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা জেলাকে ১১-১ গোলে বিধ্বস্ত করেছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের পলি আক্তার ৪টি, আয়েশা আক্তার ৩টি করে গোল করেছেন। প্রীতি ও স্মৃতি করেছেন ২টি করে গোল।
দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী জেলা। রাজশাহীর হয়ে হ্যাটট্রিক করেন শাহিনা আক্তার। একটি করে গোল করেছেন শ্রীমতি কর্ণফুলী, সংক্রান্তি বালা ও আদ্রিতা।
বাংলাদেশ গেমসে নারীদের ফুটবলে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিয়েছে। এ গ্রুপে খেলছে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও আনসার ভিডিপি। বি গ্রুপে রয়েছে মাগুরা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।