খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত এক নবজাতকের সহায়তায় এগিয়ে এসেছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। নবজাতকটি ২৩ নভেম্বর জন্ম নেওয়ার পর তার কথিত বাবা–মা পালিয়ে যায়। ঘটনাটি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেলের সদস্যদের হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন।

সেলের সদস্যরা নবজাতকের চিকিৎসা ও সুরক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে শিশুটির অবস্থাও জানতে চান।
তারেক রহমানের পক্ষ থেকে নবজাতকের চিকিৎসা ও সুরক্ষার জন্য আর্থিক সহায়তা এবং শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সেলের সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলীসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



