জুমবাংলা ডেস্ক : খুলনার পাইকগাছায় পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। থানা প্রশাসন বলছে, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া-রামনাথপুরে গ্রামের কয়রা পাইকগাছা সড়কের পাশে পল্লীবিদ্যুতের উপকেন্দ্র-১ এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে পল্লীবিদ্যুতের উপকেন্দ্র-১ এর পাওয়ার ট্রান্সফর্মারে হঠাৎ ধোঁয়া দেখতে পায় ওই কেন্দ্রের পাহারাদার সিদ্দিকুর রহমান ও অশোক কুমার সাহা। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে পাওয়ার ট্রান্সফর্মারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান।
সংবাদ পেয়ে পল্লীবিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমানসহ কপিলমুনি পল্লীবিদ্যুতের আঞ্চলিক অফিসের ইনচার্জ চঞ্চল কুমার সরকার ঘটনাস্থলে আসেন। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন- খুলনা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি মো. ওবাইদুর রহমান, হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস।
পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎকেন্দ্রে নাশকতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। তদন্ত চলছে, ঘটনার তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইশতেহারে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিশ্রুতি আ.লীগের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।