খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

জুমবাংলা ডেস্ক : খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রাঘাতে ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক

খুলনা সদর থানা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে আমিন মোল্লাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে যান। এ ছাড়া খুলনা মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতারা হাসপাতালে ছুটে যান।

শেখ পরিবারের ক্ষমতাধর বাড়িগুলোয় এখন সুনসান নীরবতা