আট হাজার কোটি টাকা ব্যয়ে ৬০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করা হবে খুলনায়। এ লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে খুলনা ক্লাব সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের (এসডিজিআই) সঙ্গে আরব ঠিকাদার ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের সমঝোতা চুক্তি হয়। এর আগে প্রকল্পটি সম্পর্কে এক সভায় সাংবাদিকদের তথ্য দেন সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের চেয়ারম্যান মোহাম্মদ আলী আসগর লবি।
তিনি বলেন, ‘প্রকল্পটি দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বৃহৎ পরিকল্পনার প্রথম ধাপ, যা বাংলাদেশের ২০৩০ সালের মধ্যে মোট শক্তির ২৫ শতাংশ সবুজ উৎস্য থেকে অর্জনের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আমরা সুন্দরবনসহ সারা দেশে গ্রিন এনার্জি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা (এসডিজি) বাস্তবায়নে কাজ করছি। যেখানে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির অংশ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এ লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ হলো ৬০০ মেগাওয়াটের এই প্রকল্প। এখানে শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।