জুমবাংলা ডেস্ক : খুলনা মেট্রোপলিটন পুলিশের ৮টি থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক। এ সময় তিনি নতুন বাংলাদেশ গঠনে পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আজ রবিবার সকাল ১০টায় তিনি প্রথমে নগরীর খালিশপুর থানা পরিদর্শন করেন।
রিয়ার এডমিরাল গোলাম সাদেক বলেন, ‘আমাদের এইখানে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই সারা বাংলাদেশের পুলিশরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে আসুক। নিশ্চয়ই আমাদের অন্তবর্তীকালীন সরকার এবং ছাত্র যারা এই রাষ্ট্র সংস্কারের কাজে নিজেদের উৎসর্গ করেছেন তারা মিলে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করব। এতে আমাদের পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে কাজ করবেন।’
পরে সদর, সোনাডাঙ্গা ও অন্যান্য থানা পরিদর্শন করেন তিনি। এরপর থানায় কর্মরত পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন এবং পুলিশ সদস্যদের দাবিদাওয়া শোনেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হকসহ কেএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ‘সেনাবাহিনী, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের থানাগুলো পরিদর্শন করছেন। এরই মধ্যে থানাগুলো চালু হয়েছে। খুব শিগগিরই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় আমরা আমাদের সকল কার্যক্রম পুরোদমে শুরু করব।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel