জুমবাংলা ডেস্ক : মহামারী করোনা কেড়ে নিল খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দিনের (৬০) প্রাণ।
শনিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মালিক সরোয়ার উদ্দিন রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেন বলেন, মালিক সরোয়ার উদ্দিন অসুস্থ হলে তাকে খুমেক হাসপতালে ভর্তি করা হয়। গত ৫ ডিসেম্বর খুমেক পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পর তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
মালিক সরোয়ার উদ্দিন প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। ১৯৯৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএম মোস্তফা রশিদী সুজার হাত ধরে দলে যোগদান করেন।
ওই সালে তিনি জেলা আ’লীগের সদস্য পদ লাভ করেন। ২০০৩ সালে তিনি জেলা আ’লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হন। ২০০৩ সাল থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।