Advertisement
জুমবাংলা ডেস্ক: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মাছুরা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাছুরা যশোর জেলার অভয়নগর উপজেলার হাবিবুল্লাহর স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহিন আক্তার জানান, গত ৭ অক্টোবর মাছুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এনিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।