জুমবাংলা ডেস্ক : খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পরে। এ নিয়ে খুলনায় দুজন করোনা রোগী শনাক্ত হলো।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যাথা ও গায়ে ব্যাথা থাকায় ল্যাবে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
তিনি ডক্টটস্ রেস্ট হাউজে থাকেন। তাকে সেখানে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ওই রেস্ট হাউজে থাকা আরও ৫/৬ জন চিকিৎসককে আপাতত সেখানেই অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ। এর আগে গত ১৪ এপ্রিল মহানগরীর করিমনগর এলাকার একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।