জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের দীর্ঘদিনের দাবি ছিল হাওরবাসীদের। এমনকি পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নানের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতিগুলোর মধ্যেও অন্যতম ছিল এটি। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। আর এ খুশিতে জীবনে প্রথমবারের মতো কবিতা লেখেন এমএ মান্নান।
পরে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এমএ মান্নান স্বাক্ষরিত কবিতাটি পোস্ট করেন তার রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। এটিই পরিকল্পনামন্ত্রীর জীবনে লেখা প্রথম কবিতা। এর আগে তিনি কখনো কবিতা লেখেননি। এমনকি কোন কবিতা প্রকাশিতও হয়নি।
পাঠকদের জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের লেখা কবিতাটি হুবহু তুলে ধরা হলো:
ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ
হাওর বাংলার জন্য এল বড় শুভাশিস
বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার
এলো মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার
বয়ে গেল হাওর থেকে হাওরে অপার
কে রুখবে মোদের আনন্দ এবার।
বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্ব-ভূমে
বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে
ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম
হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।
মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় স্থাপনের অনুমোদন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, তিনি সুনামগঞ্জবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যায় স্থাপনের অনুমোদন দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী হওরবাসীর প্রতি খুবই আন্তরিক। তিনি হাওর এলাকার কোন প্রকল্পই কখনো বাদ দেন না। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়ায় সুনামগঞ্জবাসীসহ সকলে ওনার প্রতি কৃতজ্ঞ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।