স্পোর্টস ডেস্ক: টানা তিন ফরম্যাটে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েন তারকা ক্রিকেটাররা। যে কারনে নিজেদের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য খুব দ্রুত একটি ফরম্যাটকে বিসর্জনও দিয়ে ফেলেন অনেক ক্রিকেটার।
আর তাই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার মনে করছেন, করোনা-উদ্ভুত পরিবেশে খেলাধুলা বন্ধ থাকায় সুবিধা হয়েছে ক্রিকেটারদের। পর্যাপ্ত বিশ্রাম পেয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এর ফলে আরও বেশি দিন খেলে যেতে পারবেন তারা।
গেল মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচই ছিল বাটলারের শেষ ম্যাচ। এর পর আর ক্রিকেট মাঠে নামতে পারেননি কেউই। এদিকে খুব দ্রুত আবারও অনুশীলনে ফেরার চিন্তা করছে ইংলিশ ক্রিকেটাররা।
অনুশীলনে আবারও ফেরা প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, খেলোয়াড়রা যে আবার অনুশীলনে ফিরবে এটা ইতিবাচক দিক। খেলোয়াড়দের বিশ্রামের খুব দরকার ছিল। আমার মনে হয় প্রত্যেকেই এই বিশ্রাম উপভোগ করেছে। মাঠে তরতাজা হয়ে সবাই ফিরবে।
প্রসঙ্গত, আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ আয়োজন করার পরিকল্পনা করছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর সেটি হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। সব ঠিকঠাক থাকলে মাস দুয়েক পরেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাটলাররা নেমে পড়বেন ক্রিকেট মাঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।