Advertisement
জুমবাংলা ডেস্ক : নভেল করোনাভাইরাসের ফলে সৃষ্ট অচলাবস্থায় খেলাপি ঋণ, সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য তথ্য পাঠানোর ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ। সম্প্রতি বিভাগটি থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটি শেষ হওয়ার ১০ দিনের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময়ে ব্যাংকগুলো সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তফসিলি ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনসংক্রান্ত বিবরণীসহ সব বিবরণী সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।