স্পোর্টস ডেস্ক : প্রখ্যাত পোলো খেলোয়াড়, শিল্পপতি এবং বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর (৫৩) বৃহস্পতিবার ইংল্যান্ডে এক মর্মান্তিক ঘটনায় মারা গেছেন। গার্ডস পোলো ক্লাবে একটি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন এবং মারা যান। খবর এনডিটিভি
সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে সুনজয় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন। তিনি খেলা বন্ধ করতে বলেন এবং মাঠের বাইরে চলে যান। ধারণা করা হচ্ছে, খেলার সময় একটি মৌমাছি তিনি অনিচ্ছায় গিলে ফেলেন এবং গলায় হুল ফোটার কারণে তাৎক্ষণিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুনজয় কাপুর ছিলেন ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী সোনা কমস্টারের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ নির্মাণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। ভারত ছাড়াও সংস্থার কার্যক্রম যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চীন, সার্বিয়া সহ একাধিক দেশে বিস্তৃত।
ব্যক্তিগত জীবনে তিনি বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে, সামায়রা ও কিয়ান। করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি প্রিয়া সচদেবকে বিয়ে করেন।
চিকিৎসক দম্পতি ও তিন সন্তানের হাস্যোজ্জ্বল সেলফি এখন মর্মান্তিক স্মৃতিচিহ্ন
পোলো প্রেমিক সুনজয় ‘অরিয়াস’ নামের একটি পোলো দলের পৃষ্ঠপোষক ছিলেন এবং বৃহস্পতিবার তিনি ওই দলের পক্ষ থেকেই খেলছিলেন। প্রতিপক্ষ ছিল হোটেল ব্যবসায়ী জয়সাল সিংয়ের দল ‘সুজান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।