জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরের একটি ক্রিকেট খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ডিম উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নগরের বান্দ রোড এলাকার যশোর কালার হাউজ সংলগ্ন মাঠ থেকে ডিমগুলো উদ্ধার করা হয়।
এসময় ডিমের গর্তে কোনো সাপ পাওয়া যায়নি।
অ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল এর কর্মকর্তা সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানান। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তারা এগুলো পদ্মো গোখরার ডিম বলে নিশ্চিত করে।
তিনি বলেন, আমরা ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। পরবর্তীতে এগুলো বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত করা হবে।
স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, এই মাঠে ভাই-বন্ধু ক্রিকেট টুর্নামেন্ট চলছে। মাঠে পানি জমার কারণে মাটি কাটা শুরু করলে একটি গর্ত দেখতে পাই। তার মধ্যে সাপের ডিমগুলো ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।