Advertisement
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। টি-টোয়েন্টিতে এই প্রথম ভারতকে হারাল টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের নায়ক মুশফিকুর রহিম। তিনি ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচশেষে মুশফিক জানালেন একজন পেসারের ওভার টার্গেট করেছিলেন তিনি।
আর সেটি ছিল খলিল আহমেদের করা ১৯তম ওভার। সেই ওভার থেকে ১৮ রান তুলে নেন মুশফিক-মাহমুদউল্লাহ। ম্যাচশেষে মুশফিক বলেন, ‘অনেক দর্শকের সামনে খেলা বিশেষ কিছু।
আমি এবং সৌম্য কথা বলছিলাম, খেলাটাকে খুব কাছে নিয়ে যাওয়ার জন্য এবং পেসারদের বিপক্ষে একটি ওভারে ১৫-২০ রানের লক্ষ্য ঠিক করেছিলাম। কারণ স্পিনারদের মারা খুব কঠিন ছিল। তাই ওর ওভারটিই টার্গেট করি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।