স্পোর্টস ডেস্ক : প্যারিসে চলছে অলিম্পিকের আসর। প্রতিদিনই ঘটছে নতুন নতুন সব ঘটনা। এবার নারী বক্সিংয়ে যা ঘটল, সেটা রীতিমতো বিস্ময়কর বটে। খেলা শুরুর মাত্র ৪৫ সেকেন্ড পর তিনি বুঝতে পারেন, আলজেরীয় বক্সার ইমানে খিলিফ আসলে নাকি ‘নারী নন’। এই অভিযোগে ইতালির অ্যাঙ্গেলা ক্যারিনি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। এতে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যান আর ইমানে খিলিফ পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।
ইয়াহু স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার ম্যাচটির শুরু থেকেই ক্যারিনির মুখে স্পাঞ্চ করছিলেন ইমানে খিলিফ। এক পর্যায়ে ক্যারিনি তার কোচ রেনজিনিকে জানান, তার নাকে খুব ব্যথা করছে। রেনজিনি তখন প্রথম রাউন্ড খেলে যাওয়ার পরামর্শ দিলেও ক্যারিনি আরেকটি ঘুষি খাওয়ার পর হাত তুলে খেলা থেকে নিজেকে সরিয়ে নেন। মাত্র ৪৫ সেকেন্ডেই শেষ হয়ে যায় ম্যাচটি! পদক হারিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ক্যারিনিকে।
ইমানে খিলিফের লিঙ্গ নিয়ে প্রশ্ন এই প্রথম নয়। লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাকে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বহিস্কার করা হয়েছিল। ম্যাচ ছেড়ে দেওয়ার পর ক্যারিনি বলেন, ‘সে খুবই শক্তিশালী। আমি লড়াই করার জন্যই রিংয়ে এসেছিলাম। হাল ছাড়িনি। কিন্তু তার একটা ঘুষি আমাকে প্রচণ্ড আঘাত করেছে। তাই আমি বলেছি, থাক যথেষ্ট হয়েছে। আমি মাথা উঁচু করেই বেরিয়ে যাই।’
ক্যারিনি বেরিয়ে যাওয়ার সময় খিলিফের কোচ রেনজিনি অনুরোধ করে বলছিলেন, ‘যেও না, যেও না। সে একজন মানুষ’! কিন্তু ক্যারিনি কথা শোনেননি। এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, ‘আমি শুধু বলব, নারী বিভাগের সকল প্রতিযোগীই যোগ্যতার নিয়ম মেনেই টুর্নামেন্টে এসেছে। তাদের পাসপোর্টে তারা নারী। এই ক্রীড়াবিদরা অনেক বছর ধরেই অনেকবার প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা হঠাৎ করে আসেনি।’
লিঙ্গ নির্ধারণ নিয়ে খিলিফকে অনেককিছুই হজম করতে হয়েছে। মাত্র একদিন আগে আলজেরিয়ার অলিম্পিক কমিটি এক বিবৃতিতে খিলিফকে ‘অনৈতিক লক্ষ্যবস্তু এবং অপমান’ করার তীব্র নিন্দা জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘তার ব্যক্তিত্ব এবং মর্যাদার ওপর এই ধরনের আক্রমণ খুবই অন্যায়, বিশেষ করে সে যখন অলিম্পিকে পদক জিতে নিজের ক্যারিয়ারকে আরও উঁচুতে নেওয়ার চেষ্টা করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।