স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা ছিল নাগালে। ব্যাটিংয়েও দলকে পথ দেখান সাকিব। শেষটায় লড়াই করলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে দারুণ বোলিংয়ে ব্যবধান গড়ে দিলেন জাসপ্রিত বুমরাহ। বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করল ভারত।
বাঁচা-মরার ম্যাচে ভারতের বিপক্ষে পেরে উঠলো না বাংলাদেশ। ২৮ রানে হেরে সেমি-ফাইনালের আশা শেষ হয়ে গেল মাশরাফি বিন মুর্তজার দলের।
মাশরাফি যা বলেনঃ
এই ম্যাচটা আমাদের জিততেই হতো, আমরা ম্যাচটা জিততে পারি নি কিন্তু মুস্তাফিজের বোলিংয়ে আমরা ভাল করেছি। এই ম্যাচ জিততে আমাদের কেউ একজনকে ৮০-৯০ রানের ইনিংস খেলতে হতো। কিছুটা ভাগ্য সহায় থাকলেও ম্যাচটা জিততে পারতাম। টুর্নামেন্ট দারুণ ছিল, পুরো টুর্নামেন্টে সাকিব মুশি দারুণ ব্যাট করেছে।
অবশ্যই তামিমের ক্যাচ ছাড়াটা আমাদের অনেকে ভুগিয়েছে, কিন্তু এটা খেলারই অংশ আমরা তাকে দোষ দিতে পারি না। শেষ ম্যাচে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দর্শকদের আজকেও ধন্যবাদ।
বিরাট কোহলিঃ
সত্যিই এই টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ কিছু ম্যাচ খেলেছে, শেষ বল পর্যন্ত তারা জয়ের জন্য খেলেছে। তবে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পেরে দারুণ খুশি। এটা সেমিতে ভাল খেলতে আমাদের দারুণ সাহয্য করবে। আমরা দেখেছি যখনই আমরা চাপে থাকি হার্দিক এসে উইকেট নিয়ে আমাদের উদ্ধার কর। সে দলে সবসময় অবদান রাখতে চায়। আমি মনেকরি ৫ বোলার নিয়ে খেলা আমাদের জন্য রিস্ক ছিল কিন্তু ছোট বাউন্ডারি তাই টিম কম্বিনেশন পরিবর্তন করতে হয়েছে। রোহিত শার্মার ব্যাটিং আজকেও বেশ উপভোগ করেছি।এবং বুমরাহ অসাধারন ছিল। আশা করি সামনে আরও ভাল করব।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩১৪/৯ (রাহুল ৭৭, রোহিত ১০৪, কোহলি ২৬, পান্ত ৪৮, পান্ডিয়া ০, ধোনি ৩৫, কার্তিক ৮, ভুবনেশ্বর ২, শামি ১, বুমরাহ ০*; মাশরাফি ৫-০-৩৬-০, সাইফ ৭-০-৫৯-০, মুস্তাফিজ ১০-১-৫৯-৫, সাকিব ১০-০-৪১-১, মোসাদ্দেক ৪-০-৩২-০, রুবেল ৮-০-৪৮-১, সৌম্য ৬-০-৩৩-১)
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৮৬ (তামিম ২২, সৌম্য ৩৬, সাকিব ৬৬, মুশফিক ২৪, লিটন ২২, মোসাদ্দেক ৩, সাব্বির ৩৬, সাইফ ৫১*, মাশরাফি ৮, রুবেল ৯, মুস্তাফিজ ০; ভুবনেশ্বর ৯-০-৫১-১, বুমরাহ ১০-১-৫৫-৪, শামি ৯-০-৬৮-১, চেহেল ১০-০-৫০-১, পান্ডিয়া ১০-০-৬০-৩)
ফল: ভারত ২৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।