নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩০) মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে গাজীপুরা এলাকার একটি বিলের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টানা বৃষ্টির মধ্যে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। সঙ্গে সঙ্গে পানির স্রোতে তিনি তলিয়ে যান। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
এরপর থেকেই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। অবশেষে দুর্ঘটনার ৩৭ ঘণ্টা পর জ্যোতির মরদেহ পাওয়া যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, “তৃতীয় দিনের মাথায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকালে গাজীপুরা এলাকায় একটি বিলের কচুরিপানার ভেতর থেকে লাশটি পাওয়া যায়।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের অবহেলার কারণেই এমন করুণ দুর্ঘটনা ঘটেছে। খোলা ম্যানহোলগুলো সময়মতো চিহ্নিত ও ঢেকে দিলে হয়তো একজন প্রাণে বাঁচত।”
এদিকে টঙ্গী এলাকায় খোলা ম্যানহোল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।