‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতার সঙ্গে প্রেম শ্রীমার, মুখ খুললেন অভিনেত্রী

'কে আপন কে পর' খ্যাত অভিনেতার সঙ্গে প্রেম শ্রীমার, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : প্রেম করছেন? ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে রিল পোস্ট করতেই শ্রীমা ভট্টাচার্যকে প্রশ্ন নেটপাড়ার। এবার উত্তর দিলেন গাঁটছড়ার দ্যুতি।

'কে আপন কে পর' খ্যাত অভিনেতার সঙ্গে প্রেম শ্রীমার, মুখ খুললেন অভিনেত্রী

হাইলাইটস 

শ্রীমা ভট্টাচার্য এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায় কি প্রেম করছেন?
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলছেন অনেকেই।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী।

ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্রীমা ভট্টাচার্যের প্রেমের গুঞ্জনে সরগরম নেটপাড়া। সম্প্রতি একসঙ্গে বেশ কিছু লাভিডাভি রিল ভিডিও আপলোড করেছেন তাঁরা। কখনও রোম্যান্টিক গানে নেচেছেন। কখনও আবার ‘কাপল’ হিসেবে মজাদার ভিডিও শ্যুট করেছেন। যা দেখে অনেকের ধারণা, দুই তারকা প্রেম করছেন।

সত্যিই কি তাই? এই সময় ডিজিটাল-এর প্রশ্নে শ্রীমার উত্তর, ‘আমি অনিন্দ্যদা বা রিয়াজের সঙ্গেও রিল আপলোড করি। তবে ইন্দ্রনীলকে নিয়েই যত গুঞ্জন রটে। অনেকদিন ধরে এই গুঞ্জন চলছে। নতুন করে এ নিয়ে কী বলব বুঝতে পারি না।’

তাঁর সংযোজন, ‘জল্পনা কল্পনা যদি কোনওদিন সত্যি হয়, তাহলে গুড! মানুষ প্রেডিকশন করতে পারছে। সেটা দেখেই ভালো লাগছে। লোকে আমাদের রিল দেখে ভালো বললে সত্যিই ভালো লাগে।’

তিনি আরও বলেন, ‘খারাপ কমেন্ট পড়লে অবভিয়াসলি বাজে লাগে। তার মানে এই নয় যে বিষয়টি নিয়ে আমি ভাবতে বসি। লোকের ভ্যালিডেশন আমার কাছে এত গুরুত্বপূর্ণ নয়। আমাদের বন্ডিংটা ভালো থাকুক এটাই চাই।’

ইন্দ্রনীলের সঙ্গে প্রেম নিয়ে সোজাসাপ্টা কোনও উত্তর দেননি শ্রীমা। তিনি কি কারও সঙ্গে প্রেম করছেন? প্রশ্ন শুনেই হেসে ফেললেন টেলি অভিনেত্রী। তারপর বললেন, ‘সেটা জানতে দেখতে থাকুন শ্রীমার জীবন। প্রেম নিয়ে প্রশ্ন করলে মজা করে এটাই বলি আমি। আগে থেকে সবকিছু বলে দিলে তো মজাটাই চলে যাবে। তাই আমি এই উত্তর এখনই দিতে চাই না।’

শ্রীমার সংযোজন, ‘সিরিয়ালের মানুষজনের কাজে ‘দেখতে থাকুন…’ গোছের কথাটা খুব কমন। এক্ষেত্রে এটাই ব্যবহার করব। বাকিটা আস্তে আস্তে সকলে জানতে এবং বুঝতে পারবে। একদিন না একদিন তো বিষয়গুলো প্রকাশ্যে আসবেই।’

উল্লেখ্য, এর আগে গৌরব রায়চৌধুরী এবং শ্রীমার প্রেমের খবর ঘুরপাক খেত টালিগঞ্জের বাতাসে। তবে সেই সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল। এরপর ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করেছেন শ্রীমা।


এদিকে ইন্দ্রনীল এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শ্রীমা আমার ভালো বন্ধু। কিন্তু, ভালো বন্ধু হলেই প্রেম করাটা জরুরি নয় নিশ্চয়ই?’ এ নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নন ইন্দ্রনীল। সেটাও সাফ জানিয়ে দিয়েছেন নায়িকা নম্বর ১-এর অভিনেতা।

তারকারা যাই বলুন না কেন, তাঁদের ফ্যানেরা কিন্তু মনেপ্রাণে চান এই সম্পর্ক পরিণতি পাক। কিছুদিন আগে শ্রীমা আন্দামানে গিয়েছিলেন। ঘটনাচক্রে সমুদ্র-সৈকত থেকে ছবি পোস্ট করেছিলেন ইন্দ্রনীলও। দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন অনেকে।

এক ইনস্টাগ্রাম ইউজারের কথায়, ‘ইন্দ্রনীল আর শ্রীমা প্রেম করলে কিন্তু বেশ কিউট কাপল হবে।’ আরও একজন লিখলেন, ‘আর ভালো লাগছে না। এবার স্বীকার করে নিন না আপনারা। আমরা পাশে আছি।’