আবু সুফিয়ান: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুড়ি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘আদিম’।
এই সিনেমা নির্মাণের পুরো টাকাটাই শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। ২০১৭ সালে প্রতি ৫ হাজার টাকা করে মোট ১২০টি শেয়ার বিক্রি করে গণঅর্থায়নে নির্মাণ করা হয় যুবরাজ শামীমের ‘আদিম’।
নির্মাতা জানিয়েছেন বস্তির স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে বাছাই অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি সিনেমাটি উৎসবের মূল প্রতিযোগিতায় মনোনীত হয়।
মস্কো উৎসবের পর্দা উঠে ২৬ আগস্ট। উৎসবে যোগ দিতে যুবরাজ শামীম এবং সিনেমার নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান ২৭ আগস্ট মস্কো যান। ৩০ আগস্ট মস্কোতে ‘আদিম’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর জানা যায় নেটপ্যাক জুড়ি এ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।
যুবরাজ শামীম জুমবাংলাকে বলেন, টঙ্গীর বস্তির সাদামাটাভাবে শুট করা একটা গল্প মস্কোর সবচেয়ে জাঁকজমকপূর্ণ সিনেমা থিয়েটারে প্রদর্শিত হবে, এই ভাবনাটা ভেবে আমার ভালো লাগছে। আর আমি সকলের প্রতি কৃতজ্ঞ, যারা শুরু থেকেই নানাভাবে ‘আদিম’ ছবির সঙ্গে আছেন। নির্মাতা যুবরাজ শামীম সিনেমাটি নির্মাণ করতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে টানা সাত মাস বসবাস করেন। সেখানে থেকেই তিনি স্থায়ী বাসিন্দাদের রিহার্সেল করিয়ে সিনেমাটিতে তাদের দিয়ে অভিনয় করান।
এ সময় তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হন। কখনো পুলিশ তাকে মাদকসেবী হিসেবে গ্রেফতার করেন, কখনো স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাকে সাংবাদিক মনে করেবিভিন্ন রকম জটিলতার সৃষ্টি করেন। কিছু মানুষ অসহযোগিতা করলেও বেশিরভাগ মানুষের আন্তরিক সহযোগিতায় শেষমেশ এ বছর নির্মাতা চলচ্চিত্রটির কাজ করতে পেরেছেন বলে জানিয়েছিলেন।
‘আদিম’ যুবরাজ শামীমের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত হয়েছে এবং সহ-প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছেন।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।
জানা যায়, যুবরাজ শামীম ইতালির রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে উৎসবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। সেপ্টেম্বরের ১৮ তারিখ ‘আদিম’ ছবির ইতালিয়ান প্রিমিয়ার হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।