জুমবাংলা ডেস্ক : এনটিআরসিএর চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেগুলো ফাঁকা রেখে শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আমরাও চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদ দ্রুত পূরণ হোক। শূন্যপদ পূরণে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই।
রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আশরাফ উদ্দিন বলেন, ‘আমাদের স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৮০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলো শূন্য রেখে করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কষ্টকর হবে। তবে আদালতের বাইরে আসলে আমাদের করার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমরাও চাই গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হোক। তবে বিষয়টি আদালতের হাতে রয়েছে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। তারা এই বিষয়ে কোনো একটি সুরাহা না দেয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করছি যেন দ্রুত বিষয়টির সমাধান করা যায়।’
উল্লেখ্য, সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শূন্যপদ রয়েছে। গত এক বছরে শিক্ষকদের চাকরি থেকে অবসর ও মৃত্যুজনিত কারণে এসব পদ শূন্য হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শূন্য পদ নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর পুরোদমে ক্লাস শুরু হলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম রীতিমত হোঁচট খাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।