সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার মানিকগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে তিনি মানিকগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শন করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার জেলা তথ্য অফিস পরিদর্শনকালে তথ্য অফিসের জন্য প্রস্তাবিত বেউথা রোডস্থ জেলা পরিষদের মালিকানাধীন নতুন অফিস ভবন স্থানান্তরের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং সেখানে অফিস স্থানান্তরের জন্য মতামত প্রকাশ করেন।

এরপর তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেন। সেখানে মানিকগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনসহ তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


