Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এবার ৩০ লাখ স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ
    আন্তর্জাতিক জাতীয়

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এবার ৩০ লাখ স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ

    Mohammad Al AminMarch 26, 2021Updated:March 26, 20214 Mins Read
    Advertisement

    জাতীয় ডেস্ক: ১৯৭১ সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এবার ৩০ লাখ স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই স্বাক্ষর জাতিসংঘ থেকে শুরু করে বন্ধু দেশগুলোর কাছেও পাঠানো হবে৷ খবর ডয়চে ভেলের।

    আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে৷ সেখান থেকেই এই উদ্যোগের শুরু হবে৷ একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি এই উদ্যোগ নিয়েছে৷

    এই সংগঠনের সভাপতি শাহরিয়ার কবীর বলেন, সরকারি উদ্যোগেও এখন কেন যেন ভাটা পড়ে গেছে৷ যুদ্ধাপরাধীদের বিচারও যেভাবে উৎসবের সঙ্গে শুরু হয়েছিল, এখন তেমন গতি নেই৷ তাই আমরা এবার ৩০ লাখ স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নিয়েছি৷ জাতীয় সংসদের সদস্যদের দিয়ে ১ এপ্রিল এই কার্যক্রম শুরু হবে৷ শুধু দেশের নয়, বিদেশেও যারা আমাদের বন্ধু আছেন, তারাও এখানে স্বাক্ষর করবেন৷ এরপর এই স্বাক্ষরগুলো আমরা জাতিসংঘসহ বিভিন্ন বন্ধু রাষ্ট্রের কাছে পাঠাবো৷ আসলে এতবছর পর গণহত্যার স্বীকৃতি পাওয়া সম্ভব, কিন্তু কঠিন৷ এই কারণে আমরা আগে জনমত গঠনের কাজে নেমেছি৷ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বহুবার বলেছি, বন্ধু রাষ্ট্রগুলোর কাছে চিঠি পাঠাতে৷ কিন্তু কেন তারা পাঠায়নি, আমরা জানি না৷ এমনকি ভারতের কাছেও চিঠি পাঠায়নি৷ তাহলে তারা তো আগে স্বীকৃতি দিতো? ৯০ বছর পর আর্মেনিয়া গণহত্যার স্বীকৃতি পেয়েছে৷ সেখানে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করেছে৷ এখানেও যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে গণহত্যার স্বীকৃতি আদায় সম্ভব৷

    ৫০ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালায়৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন৷ ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত নয় মাস ধরে এই গণহত্যা ও যুদ্ধাপরাধ চলে৷ যুদ্ধে পাকিস্তান বাহিনী ৩০ লাখ মানুষকে হত্যা করে এবং দুই লাখ নারী ও মেয়ে শিশুর ওপর যৌন সহিংসতা চালায়৷

    তবে ২৫ মার্চ রাতে যে গণহত্যা, সেটার এখন আর স্বীকৃতি পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন শাহরিয়ার কবীর৷

    কারণ হিসেবে তিনি বলেন, ২০১৫ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ ১৯৬টি দেশ সেখানে সই করেছে৷ এর মধ্যে বাংলাদেশও আছে৷ ফলে এখন আর বলার সুযোগ নেই যে, আমরা এটা মানি না৷ তাই আমাদের এখন ৯ মাসের যুদ্ধে যে ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে সেটার স্বীকৃতি পেতে হবে৷ অনেক বড় দেশই এটার বিরোধিতা করবে তারপরও এটা আদায় করা সম্ভব৷ কারণ, যুক্তরাষ্ট্র, চীন তো তখন পাকিস্তানের পক্ষে ছিল, ফলে তারা চাইবে না৷

    গণহত্যার স্বীকৃতির ক্ষেত্রে আন্তর্জাতিক মানবতা অভিশাপগ্রস্থ কি-না সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান৷

    তিনি বলেন, এটা আন্তর্জাতিক অপরাধ৷ এর স্বীকৃতি হতে হবে আন্তর্জাতিকভাবেই৷ কারণ, এখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে৷ যুক্তরাষ্ট্রে, চীনসহ অনেক দেশই তো তখন পাকিস্তানের পক্ষে ছিল৷ আমরা তো দেখেছি, একাত্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত যে তারবার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে সেখানে গণহত্যার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে৷ তারপরও নিক্সন সেদিকে কর্ণপাত করেননি৷ তিনি পাকিস্তানকে সমর্থন দিয়ে গেছেন৷ ফলে তারা চাইবে না এটার স্বীকৃতি হোক৷ যেমন যুদ্ধাপরাধের বিচারেও আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসেনি৷ বাংলাদেশ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধের বিচার করেছে৷ এটা তো যারা স্থানীয় অপরাধী তাদের বিচার করা গেছে৷ কিন্তু যারা গণহত্যা চালিয়েছে, তারা তো পাকিস্তানসহ বিভিন্ন দেশে এখন অবস্থান করছেন৷ তাদের তো বিচার হতে হবে৷ এমনকি তাদের মরনোত্তর বিচার করাও সম্ভব৷ তা না হলে আইনী ন্যায্যতা আসবে না৷

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের খন্ডকালীন শিক্ষক ও প্রবীণ সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এই গণহত্যার শিকার হওয়া মানুষের লাশ দেখেছি৷ মাটিচাপা দেওয়ার পরও দেখা গেছে, কারো হাত কারো পা বের হয়ে আছে৷ যুদ্ধে আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে৷ এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও হয়নি৷ যেসব দেশে গণহত্যা হয়েছে, সেখানে কিন্তু একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হয়েছে৷ আমাদের এখানে কিন্তু শান্তিপূর্ণ নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছে৷ পাল্টা হিসেবে আমরা যুদ্ধ শুরু করি৷ এটার আন্তর্জাতিক স্বীকৃতি না হওয়ার একটা বড় কারণ মনে হয়, যুদ্ধ পরবর্তী সময়ে বিধ্বস্ত একটি দেশ, অর্থনৈতিক পুনর্হঠনসহ এই কাজগুলোতে বেশি মনোযোগ দিয়েছি৷ যুক্তরাষ্ট্র, চীন তো অস্ত্র দিয়ে এই গণহত্যায় সহযোগিতা করেছে৷ ফ্রান্স, বৃটেনসহ আরও অনেক দেশই তখন সরাসরি এই গণহত্যার বিরোধিতা করেনি৷ এই কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানটা খুব জোরালো ছিল না৷ এখনও এটার সময় যায়নি৷ এটার স্বীকৃতি পেতে হলে দালিলিক প্রমাণ দিতে হয়৷ সেগুলো নিয়ে কাজ হচ্ছে৷ আমার মনে হয় সবাই মিলে কাজগুলো করতে পারলে এটার স্বীকৃতি পাওয়া যাবে৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৩০ আদায়ে আন্তর্জাতিক উদ্যোগ এবার গণহত্যার লাখ সংগ্রহের স্বাক্ষর স্বীকৃতি
    Related Posts

    গুম কমিশন : ইলেকট্রিক শক দিলে পোড়া মাংসের গন্ধ পেতেন

    July 7, 2025
    Press

    অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেসসচিব

    July 7, 2025
    প্রধান শিক্ষক

    ৩০ হাজার প্রধান শিক্ষক ১০ম গ্রেডে উন্নীত হওয়ার পথে

    July 7, 2025
    সর্বশেষ খবর
    ইসলামি নিয়মে শরীরচর্চা

    ইসলামি নিয়মে শরীরচর্চা: শারীরিক শক্তির আড়ালে লুকানো আত্মিক সুস্থতার রহস্য

    গুগল নিউজে আর্টিকেল অপ্টিমাইজ করার উপায়

    গুগল নিউজে আর্টিকেল অপ্টিমাইজ করার উপায়: আপনার ডিজিটাল সাফল্যের চাবিকাঠি

    হংকংয়ের মুখোমুখি

    হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে ২ ম্যাচ খেলবে বাংলাদেশ

    গুম কমিশন : ইলেকট্রিক শক দিলে পোড়া মাংসের গন্ধ পেতেন

    নোরা ফাতেহি

    আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি : নোরা ফাতেহি

    ওয়েব সিরিজ

    রিলিজ হলো সবচেয়ে হট ওয়েব সিরিজ, একা দেখুন!

    বীর্য

    এক ফোঁটা বীর্য তৈরিতে কত ফোঁটা রক্ত লাগে? অনেকেই জানেন না

    Press

    অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেসসচিব

    ওয়েব সিরিজ

    নিয়ন্ত্রণ হারাবেন এই সাহসী ওয়েব সিরিজ দেখলে, ঘরের দরজা বন্ধ করে উপভোগ করুন

    Dolil

    দলিলে এসব শব্দ দেখলে সতর্ক হোন, আপনিও পড়তে পারেন আইনি জটিলতা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.