বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, চব্বিশের গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক মাহফুজ–সারজিসরা নন, প্রকৃত নায়ক দেশের সাধারণ মানুষ—যারা জীবনের মায়া ত্যাগ করে বুলেটের মুখে রাস্তায় নেমেছিলেন।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “মাহফুজ–সারজিসরা গণ–অভ্যুত্থানের নায়ক নন। গণ–অভ্যুত্থানের নায়ক হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু ইতিহাসের অন্যান্য সময়ের মতো এবারও প্রকৃত নায়কদের আড়ালে রেখে একটি অংশ আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করে নিয়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর আন্দোলনের মুখপাত্র হিসেবে যারা নিজেদের দাঁড় করিয়েছে, তারা দাবি করেছে—রাজনৈতিক দলগুলোকে পাওয়া যায়নি। কিন্তু গত ১৬ বছরের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা ও জনগণের ভূমিকাতেই এই গণ–অভ্যুত্থান সফলতা অর্জন করেছে।”
অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে এই বামপন্থী নেতা বলেন, “সংবিধান সংশোধন নিয়ে গণভোট অপ্রয়োজনীয় এবং আইনগতভাবে অর্থহীন। সরকারের দায়িত্ব এখন নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, গণভোট নয়।”
স্মরণসভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম বলেন, ‘হাসিনা–বিরোধী আন্দোলনে আমরা একমত ছিলাম। কিন্তু জুলাই আন্দোলনের ভিত্তি বৈষম্যহীন সমাজ গড়ার নামে নতুন বৈষম্য তৈরি করেছে। মুক্তিযুদ্ধ ও নারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা উদ্বেগজনক।’
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে সিপিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ফরহাদ।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘স্বাধীনতার পর কোনো সরকারই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। বরং সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ ও ভিন্নমত দমনের মাধ্যমে রাষ্ট্রকে প্রতিক্রিয়াশীল পথে ঠেলে দিয়েছে।’
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে মোহাম্মদ ফরহাদ আজীবন লড়েছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথেই সিপিবি এগিয়ে চলেছে।’
স্মরণসভা পরিচালনা করেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার। সভায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহসহ আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।
মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের একজন প্রগতিশীল বামপন্থী নেতা ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক। শ্রমজীবী মানুষের অধিকার ও সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।