জুমবাংলা ডেস্ক: ফের দেশজুড়ে চোখ রাঙানো শুরু করেছে প্রাণঘাতি করোনাভাইরাস। চলতি বছরের ১৯ এপ্রিলে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (২৫ জুন) দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যু হয়। আর আজ শনিবার চব্বিশ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপিতে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।
সারাদেশে মোট মৃত্যু ১৪ হাজার ৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৬৭০, রাজশাহী বিভাগে ৯৬১, খুলনা বিভাগে ১ হাজার ১৩৩, বরিশাল বিভাগে ৪১৪, সিলেট বিভাগে ৫১৮, রংপুর বিভাগে ৫৬৯, ময়মনসিংহ বিভাগে ২৯৯ জন মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।