জুমবাংলা ডেস্ক : ২০১৯ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগে ৮৬৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পিলখানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।
সীমান্ত অতিক্রমের সময় যাদের আটক করা হয়েছে তার মধ্যে ৬০৬ জন পুরুষ ও ২৫৮ জন নারী। এক্ষেত্রে মামলা হয়েছে ২৫৩ টি। সম্প্রতি দিল্লিতে হয়ে যাওয়া মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের আলোচিত বিষয়গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিজিবি প্রধান।
গত বছর সীমান্তহত্যার সংখ্যা ৩৫ বলে জানান তিনি। এটি শুন্যে নামিয়ে আনতে বিএসএফকে তাগিদ দেয়া হয়েছে।
তবে এনআরসি নিয়ে উদ্বেগ প্রশ্নে তিনি জানান, এটি সীমান্তরক্ষী বাহিনীর বিষয় নয়। পরিস্থিতি যাই হোক কাউকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে দেয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।