Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কোভিড নাইনটিনে রেকর্ড মৃত্যু দেখলো ভারত। ছোঁয়াচে এ ভাইরাসে শুক্রবার দেশটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৮৬ জনের। একদিনে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ইতালিকে ছাড়িয়ে সংক্রমণের দিক থেকে বিশ্বের ষষ্ঠ দেশ এখন ভারত। মোট মৃত্যু ছাড়িয়েছে ছয় হাজার ৬’শ। ৪৪ লাখ টেস্টে মোট পজেটিভ দু’লাখ ৪০ হাজারের মতো। লকডাউন শিথিলের পর প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন দেশটিতে।
ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপরই তালিকায় রয়েছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, গুজরাট। গণমাধ্যমগুলো বলছে, বিশেষ ট্রেনে ভাসমান শ্রমিকরা নিজ নিজ ভিটেতে ফেরার পর কিছু রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে ১০ গুণ। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৩ হাজার ভারতীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।