এক জরিপ প্রতিষ্ঠা করা হয় ’নতুন কিছু শুরুর জন্য জানুয়ারিই কি ভালো সময়?’ এ প্রশ্নের উপর ভিত্তি করে। এই প্রশ্নের উত্তরে ৮২.২ শতাংশ মানুষ মনে করে, হ্যাঁ জানুয়ারিই ভালো সময়।
জরিপে ১৭.৮ শতাংশ মানুষের মত এর বিপক্ষে মতামত দিয়েছেন।
জরিপে অংশ নেওয়া ৮৬.৩ ভাগ মানুষ বছরের শুরুতে কোনো না কোনো সংকল্প করেছে। তবে এর বিপরীতে ১৩.৭ ভাগ মানুষ কোনো সংকল্প করেনি। সংকল্পকারীদের মধ্যে অর্ধেক মানুষ ১-৩টি সংকল্প করেছে বছরের শুরুতে। ১০টির বেশি সংকল্প করেছে ৯.৪ শতাংশ মানুষ।
জরিপে অংশ নেওয়া ঢাকার মানুষই অর্ধেকের বেশি, ৫০.৭ শতাংশ। এরপরেই রয়েছে চট্টগ্রাম, ২৩.৯ শতাংশ। তৃতীয় স্থানে খুলনার ৯.৯ শতাংশ মানুষ জরিপে অংশ নিয়েছে।
তবে ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বেশি অংশ নিয়েছে জরিপে। ৫৮.৯ শতাংশ মেয়েদের বিপরীতে ছেলেরা অংশ নিয়েছে ৪১.১ শতাংশ।
আর এই জরিপে অংশ নেওয়া বেশিরভাগ কিশোর ১৪-১৬ বছর বয়সী। তোমাদের মধ্যে ৩৪.২ শতাংস মানুষ এই বয়সের। অবশ্য ২০ বছরের বেশি বয়সীও আছে ২৮.৮ শতাংশ। তবে বয়সের হিসেবে চার ক্যাটাগরিই ছিল কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।