নিজস্ব প্রতিবেদক : পদশূণ্য আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে মাশরুর রিয়াজকে নিয়োগ দিয়েছে অন্তবর্তী সরকার।
অর্থমন্ত্রণালয় মঙ্গলবার বিকালে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আহসান এইচ মনসুর হবেন ১৩ তম গভর্নর ও মাশরুর রিয়াজ হবেন ১০ম চেয়ারম্যান।
আহসান এইচ মনসুর :
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ, পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর কাজ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফে। ছিলেন বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে, পিপিপি প্রকল্প নীতিমালা তৈরিতে সরকারের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
মাশরুর রিয়াজ :
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ এর চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণার কাজ করছেন। সম্প্রতি মেট্টোপলিনটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রি, এমসিসিআই এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা দিতে পিএমআই সূচক তৈরি ও প্রকাশ করছেন প্রতি মাসে।
গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গত ৯ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দুই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার।
আর গত ১০ অগাস্ট বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চার বছরের বেশি সময় থাকা শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।