আন্তর্জাতিক ডেস্ক : গভীর কোমায় রয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত। আজ রবিবার ভারতের সেনা হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে। বলা হয়েছে, ‘প্রণববাবুর ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল ও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে।’
ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকাকালীনই গত বুধবার সাবেক এই রাষ্ট্রপতির ফুসফুসে সংক্রমণ ছড়ায়। বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় বলে জানিয়েছিল সেনা হাসপাতাল। গত শুক্রবার থেকেই অবশ্য জানানো হচ্ছে যে ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
মস্তিষ্কে আঘাত পাওয়ায় ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখার্জীকে। সেখানে তাঁর কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মাথায় জমাট বাঁধা রক্ত দূর করতে তাঁর অস্ত্রোপচার হয়। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি ভারতের সাবেক এই রাষ্ট্রপতির। বর্তমানে গভীর কোমায় রয়েছেন তিনি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।