‘গভীর রাতে কেন আসছেন, আমার ছোট দুইটা বাচ্চা আছে’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

‘গভীর রাতে কেন আসছেন, আমার ছোট দুইটা বাচ্চা আছে’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

জুমবাংলা ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ী থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় দেয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

‘গভীর রাতে কেন আসছেন, আমার ছোট দুইটা বাচ্চা আছে’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

গত বুধবার (৫ অক্টোবর) স্মৃতির বিরুদ্ধে ১৫৩/৫০৫ ধারায় মামলা হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী খোকন আহমেদ সৌদি প্রবাসী।

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে সোনিয়া আক্তার স্মৃতি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাকে মধ্যরাতে কেন ধরতে আসছেন? আমি তো পালিয়ে যাচ্ছি না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমি তাদের রেখে আসছি। আমাকে ১০ থেকে ১৫ মিনিট সময় দেন। আমি স্বেচ্ছায় বের হচ্ছি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে ফেসবুকে সবার উদ্দেশ্যে জানান।’ তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনিয়া গত ৩১ আগস্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে উল্লেখিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে তার ফেসবুকে সরকারের নানা উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নানা প্রকার মন্তব্য প্রচার করেন তিনি। ফলে সমাজে অনেক মানুষ ভুল তথ্য জানে।

এদিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।

মামলা বাদী সামসুল আরেফিন চৌধুরী বলেন, সোনিয়া ৩১ আগস্ট আপত্তিকর পোস্টটি তার ফেসবুকে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করতে গিয়ে কয়েকদিন আগে আমার নজরে আসে পোস্টটি। আগেও এরকম আপত্তিকর কথা বলেছেন তিনি। আমি ৩ অক্টোবর সদর থানায় লিখিত অভিযোগ দেই।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সোনিয়াকে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এ সময় আদালতে তোলা হলে জামিন আবেদন করেছিলেন তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিটি দোকানের ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায় কেন