গভীর রাতে র‍্যাব পরিচয়ে ফেরদৌসকে তুলে নিয়ে যায় কিছু যুবক, অতঃপর…

জুমবাংলা ডেস্ক : বগুড়ায় র‍্যাব পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া কলেজ শিক্ষার্থী ফেরদৌস সরকারকে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মহিলাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ফেরদাউসের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একাটি ছাত্রাবাসে থেকে সরকারি শাহ সুলতান কলেজে পড়াশোনা করতেন। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত দুইটার দিকে র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত কয়েকজন যুবক ওই ছাত্র মেস থেকে ফেরদৌসকে টেনে-হিছড়ে নিয়ে যায়।

খবর পেয়ে ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বগুড়ায় র‌্যাবের সঙ্গে যোগাযোগ করলে স্বামীকে আটকের কথা অস্বীকার করে তারা। এরই মধ্যে ফেরদৌসের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার মুক্তিপণের জন্য ৭ লাখ টাকা চায় অজ্ঞাতরা। বাধ্য হয়ে মাহবুবা বিকাশে প্রায় তিনলাখ টাকা পাঠান।

তারা আরও টাকা দাবি করলে মাহবুবা বেগম বগুড়া সদর থানায় স্বামীকে অপহরণের অভিযোগে মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফেরদৌসের স্ত্রীর পাঠানো টাকা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বিকাশের দোকানে তুলতে গেলে নারীসহ দুইজনকে আটক করে পুলিশ।

এদিকে, অপহৃত ফেরদৌসকে নরসিংদীর মধাবদীর একটি ফার্মেসী থেকে উদ্ধারের কথা জানান, বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন। তিনি জানান, শনিবার রাতে মাধবদীতে একটি ফার্মেসীতে চিকিৎসা নিতে গেলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেন। তবে কারা কি কারণে ফেরদৌসকে অপহরণ করেছিল সেটি জানাতে পারেননি ওসি।

সাবেক ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার