জুমবাংলা ডেস্ক: ভোলায় হাড়কাঁপানো শীতে নদী পাড়ের মানুষ দিশেহারা। এই তীব্র শীতে জুবুথুবু অবস্থা এসকল পরিবারের। এসকল পরিবারের কথা চিন্তা করে গভীর রাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া কম্বল নিয়ে শীতার্ত অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিলেন ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে গবীর রাত পর্যন্ত উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার ৮ এবং ৯ ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় দৌলতখানের ঐতিহ্যবাহী সাহেবের হাট মাদ্রাসার আবাসিক ছাত্রদের মাঝেও কম্বল বিতরণে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দৌলতখান উপজেলায় অসহায় দরিদ্রদের জন্য সাড়ে চার হাজার কম্বল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সব সময় অসহায় মানুষের কষ্ট লাগবে নিজেকে নিবেদিত রেখেছেন। শীতে মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রকৌশলী তৈয়বুর রহমান, দৌলত প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ, সাংবাদিক মৃধা তানভির আহম্মেদ, ভূমি অফিসের সার্ভেয়ার আবি আব্দুল্লা, দৌলতখান থানার উপ-পরিদর্শক মাহামুদুল হক প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


