ঘট’নাটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়, আকরাম হোসেন নামে দেবরকে ঘরে ডে’কে নিয়ে তার পু’রুষাঙ্গ কে’টে দিয়েছেন তার ভাবি।
গত রোববার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়ার রতনদিয়া দায়ারপাড়া গ্রামে এ ‘ঘটনা ঘ’টে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
এদিকে আহ’তের বাবা আবদুল কাদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোবাইল সারানোর কথা বলে আকরামকে ঘরে ডেকে নিয়ে যায় মমতা খাতুন। এ সময় কা’চি দিয়ে তার পুরু’ষাঙ্গ কে’টে দিলে সে চিৎ’কার দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এনিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় কি কারণে এ ঘ’টনা ঘ’টেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এ ঘট’নায় এখন পর্যন্ত কোনো অভি’যোগ থানায় দেয়নি। অভি’যোগ পেলে তদ’ন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel