জুমবাংলা ডেস্ক: গভীর সমুদ্র থেকে তেলবাহী মাদার ভেসেল থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল খালাসের নতুন দিনের সূচনা হলো আজ থেকে।
সৌদি আরব থেকে আমদানীকৃত প্রায় ৮২,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই তেলবাহী জাহাজ থেকে আজ বেলা ১১টা ৪৮ মিনিটে পাম্প করে ইন্সটলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে স্থাপিত ভাসমান জেটির (এসপিএম বয়া) মাধ্যমে তেল মহেশখালিতে স্থাপিত ট্যাংক ফার্ম এলাকার ট্যাংকে স্টোরেজ করা হচ্ছে।
এতে সর্বোচ্চ সময় লাগবে ৪৮ ঘণ্টা, যা এর আগে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খালাসের ক্ষেত্রে ১২ থেকে ১৪ দিনের মতো সময়ের প্রয়োজন হতো। এর ফলে পরিবেশ বান্ধব জ্বালানি তেল পরিবহনে এক নব দিগন্ত উন্মোচিত হবে।
এসপিএম এর মাধ্যমে সময় সাশ্রয়ের পাশাপাশি বছরে খরচ কমবে ৮০০-১০০০ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।