Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দোকানে গরুর মাংস বিক্রির অভিযোগে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ’র।
সোমবার জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
রাওজি বাজার থানার সাব-ইন্সপেক্টর সীমা ধাকাদ জানান, শনিবার রাওজি বাজার থানা এলাকার দক্ষিণ তোডা এলাকায় ওই ব্যক্তি গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ আসলে ওই দোকানে তল্লাশি চালিয়ে কয়েক কেজি গরুর মাংস উদ্ধার করা হয়।
এরপরই ওই অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানো হয়।
ভারতীয় জাতীয় নিরাপত্তা আইনে, কর্তৃপক্ষের কোন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি হুমকি মনে করলে কোন ধরণের অভিযোগ গঠন ছাড়াই বিনা বিচারে এক বছর কারারুদ্ধ রাখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।